মালদা: রেশনের দোকানে লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোল। সেই সময় অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করায় দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। শুক্রবার সকালে এই ঘটনায় এক প্রস্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার বাগবাড়ি খুয়ার মোড় এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, আক্রান্ত দুই মহিলার নাম রেজিনা বিবি এবং খাওয়ানুর বিবি। বর্তমানে তারা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের অভিযোগ, স্থানীয় খুয়ার মোড় এলাকায় রেশন আনতে গিয়েছিলেন তারা। ঠিক এই সময় লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোল হয়। অভিযোগ এর পরই তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে সাজির শেখ এবং কালু শেখ। অভিযোগ, প্রতিবাদ করায় লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে তারা দুইজন সহ পাঁচজন মিলে তাদের ওপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয়। ওই দুই প্রতিবাদী মহিলার নাক এবং মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর রক্তাক্ত অবস্থায় দুই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।