আসানসোলে স্কুল, কলেজ খোলার দাবিতে প্রতিবাদ সভা DSOS ছাত্র সংগঠনের

উজ্জ্বল দাস, আসানসোল: আসানসোলের বিএনআরে স্কুল, কলেজ খোলা -সহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ সভা করলো DSOS ছাত্র সংগঠন।শুক্রবার রবীন্দ্রভবনের সামনে ছাত্র সংগঠনের সদস্যরা এই প্রতিবাদ জানিয়েছেন।

 

এর পাশাপাশি বীরভূমের বিশ্বভারতীর উপাচার্যের অপসারণের দাবি জানিয়েছে DSOS ছাত্র সংগঠন।এই প্রসঙ্গে DSOS ছাত্র সংগঠনের নেতৃত্বরা বলেন, করোনার আবহের মধ্যে যখন সবকিছুই খোলা রয়েছে। তবে স্কুল কলেজ কেন বন্ধ থাকবে? তাই অবিলম্বে স্কুল কলেজ খুলতে হবে।এর পাশাপাশি বিশ্বভারতীর উপাচার্যকে অবিলম্বে অপসারণ করতে হবে।এদিন এই দাবিতেই DSOS এর তরফে প্রতিবাদ সভা করা হয়েছে।

Latest articles

Related articles