ফের শহর কলকাতায় ভয়াবহ আগুন

নিমতলার পর ফের শহর কলকাতায় ভয়াবহ আগুন। তারাতলা রোডের উপর গার্ডেনরিচের ময়লা ডিপোর কাছে এফসিআই গুদামে আগুন লেগেছে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। গুদামের মধ্যে মজুত রয়েছে দাহ্য পদার্থ। ফলে আগুনকে বাগে আনা যাচ্ছে না।

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন।

তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের কাজে বেগ পেতে হচ্ছে। পে-লোডার দিয়ে ভাঙা হচ্ছে গুদামের টিনের ছাউনি।

তারাতলা রোডে যান চলাচন বন্ধ করে দেওয়া হয়েছে। গুদামের পুরোটাই প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দমকল সূত্রে জানা যাচ্ছে। আগুনের গ্রাসে পুড়ে গিয়েছে গুদামে মজুত খাদ্যদ্রব্যও।

 

Latest articles

Related articles