উজ্জ্বল দাস,আসানসোল: শুন্যপদে নিয়োগ সহ কয়েক দফা দাবিতে আসানসোল পৌরনিগমের বিখোভ দেখিয়ে স্মারকলিপি দিলো DYFI ।
শুন্য পদে নিয়োগ সহ কয়েক দফা দাবিতে আসানসোল পৌরনিগমে বিখোভ দেখালো DYFI ।বুধবার পৌরনিগমের পৌরনিগমে বিখোভ দেখিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।এদিন DYFI এর নেতৃত্বে মিছিল করে আসানসোল পৌরনিগমে পৌচ্ছে বিখোভ দেখানো হয়েছে।এই প্রসঙ্গে DYFI নেতা ভিক্টর আর্চায্য বলেন অবিলম্বে আসানসোল পৌরনিগমে শূন্যপদে নিয়োগ চালু করতে হবে।পৌর পরিষেবা আরও উন্নত করা সহ পৌরনিগম নির্বাচন করতে হবে।এর পাশাপাশি কোভিড বিধি মেনে স্কুল কলেজ চালু করতে হবে।এদিন এই দাবি বিখোভ দেখিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।