এনবিটিভি ডেস্ক : বিহারের পুলিশ রঞ্জিত দাস নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করে খাগারিয়া জেলা থেকে। বিহারের গ্রামীণ ব্যাংক থেকে ভুলক্রমে রঞ্জিতের ব্যাংক অ্যাকাউন্টে ৫.৫ লক্ষ টাকা চলে যায়।সেই টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করেন । রঞ্জিত দাস জানায় “ আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে ৫.৫ লক্ষ টাকা দিয়েছেন, যেমনটা প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৫ লক্ষ টাকার দেওয়ার জন্য। আরো জানান আমি ভেবেছি এটাই প্রথম কিস্তি আরো বাকি টাকা দিয়ে দেবেন পরবর্তীতে,আমি সব টাকা খরচ করে ফেলেছি”।
ভুল বশত ৫.৫ লক্ষ টাকা বিহারের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে, তিনি বলেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা দিয়েছেন’
Related articles