কাঁকসায় ট্যাঙ্কার দুর্ঘটনায় গ্রেফতার চালক

এনবিটিভি ডেস্ক: বুধবার বিকালে কাঁকসার মোল্লা পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ট্যাঙ্কারের ধাক্কা মারার ঘটনায় ট্যাঙ্কারের চালককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে পানাগড় বাজার থেকে একটি ট্যাংকার দ্রুত গতিতে মোল্লাপাড়ায় প্রবেশ করার সময় রাস্তার মোড় ঘুরতে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে ট্যাংকারটি। দুর্ঘটনায় অল্পের জন্য রেহাই পান এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনায় তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। বিপুল অঙ্কের ক্ষতির জন্য পানাগড় বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিকরা লরির চালকের বিরুদ্ধে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ লরি চালককে গ্রেফতার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়।

Latest articles

Related articles