এবার বাবুলের পথে কি তৃণমূলে হিরণ? রাজ্য বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করে জল্পনা বাড়ালেন খড়গপুরের বিধায়ক

 

নিউজ ডেস্ক : ভাঙছে বিজেপি? ২০২১-এর নির্বাচনের আগে যে রণনীতিতে তৃণমূলের ঘর ভাঙার খেলা শুরু করেছিল বিজেপি। এবার সেই খেলাতেই জবাব দিতে শুরু করেছে রাজ্যের শাসকদল। ভোলবদল করে ফের রাজনীতিতেই ফিরলেন বাবুল সুপ্রিয়। যেদিন তৃণমূলে যোগ দিলেন আসানসোলের সাংসদ, সেদিনই খোদ দিলীপ ঘোষের বক্তব্যের ‘বিরোধিতা’ করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ। প্রশ্ন তুললেন, ‘এইভাবে কি উন্নয়নের কাজ হয়’? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

 

খড়গপুরে তিনটি ওভারব্রিজ তৈরি করছে রেলমন্ত্রক। পুজোর আগেই যার উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন সাংসদ দিলীপ। আর এই কাজের জন্যই প্রশংসা করেছেন খড়গপুরের শাখার ডিআরএমকে। কিন্তু দিলীপের বক্তব্যের সঙ্গে সহমত হতে পারলেন না খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ। উল্টে এই কাজের গতি বা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন অভিনেতা-বিধায়ক। হিরণ অভিযোগের সুরে জানিয়েছেন, ‘ভারতীয় রেলের সমালোচনা করব না। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। রেলমন্ত্রীও অত্যন্ত সজ্জন ও ভালো মানুষ। আমাকে বলেছেন, বাংলার ভালোর জন্য কাজ করতে চান। কিন্তু খড়গপুরে রেলের যে অফিসাররা ফুটব্রিজের কাজ করাচ্ছেন, তাঁরা শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা করছেন না। রেলের এতবড় কাজ চলছে, অথচ কোনও অফিসার বা ইঞ্জিনিয়ারের দেখা নেই। শ্রমিকদের মাথায় হেলমেট নেই। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। কিছু দোকানদারকে উচ্ছেদ করা হয়েছে, আবার কয়েকজনকে রেখে দেওয়া হয়েছে। এইভাবে কি উন্নয়নের কাজ হয়?’

 

আর হিরণের এই মন্তব্যেই জল্পনা শুরু হয়েছে। ২০২১-এর ফুল বদলকারী অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন হিরণ। বিজেপির দেওয়া টিকিটে তৃণমূলের যোগ্য প্রার্থী প্রদীপ সরকারকেও হারিয়েছেন হিরণ। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই ক্রমশ ফুল বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল হিরণের ঘনিষ্ঠ মহল থেকে। আর আজ দলের সাংসদ ও রাজ্য সভাপতির মন্তব্যের পাল্টা দিয়ে সেই দলবদলের জল্পনা জিইয়ে রাখলেন হিরণ।

Latest articles

Related articles