মালদা-এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জলমগ্ন বদ্ধ ডোবায় পড়ে গেল একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। ঘটনায় ওই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির নাম, পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার বিকেলের দিকে মানিকচক থেকে যাত্রীবোঝাই বাসটি মালদা শহরের দিকে আসছিল। মানিকচক ব্লকের বাকিপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে।
শিশুটি রাস্তা পার হতে গেলে বাসের সামনে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে বদ্ধ ডোবায় পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামে এলাকাবাসী। বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন তাঁরা। আহতদের মানিকচক হাসপাতাল ও কিছুজনকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পরে পুলিশ এসে বাসটি উদ্ধার করে।