নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় লেগের আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ দেখানো হবে না আফগানিস্তানে। সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি তালিবান সরকারের। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক এম ইব্রাহিম মোমন্দ একটি টুইটে বলেছেন যে, “সম্ভাব্য ইসলাম বিরোধী বিষয়বস্তু, মেয়েদের নাচ এবং ইসলামে নিষিদ্ধ চুল খুলে, খোলামেলা পোশাকে মহিলাদের উপস্থিতির কারণে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।”
আইপিএলের ম্যাচ চলাকালীন টেলিভিশনে মেয়েদের নাচ দেখানো হয়। স্টেডিয়ামে মেয়েরা খোলা চুলে খেলা দেখতে আসেন। ইসলামিক এমিরেটস অফ তালিবানে এসবকিছুই নিষিদ্ধ। তাই নিজেদের দেশে বসে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেলা দেখতে পাবেন না ক্রিকেটপ্রেমী আফগানরা, ইব্রাহিমের টুইটে স্পষ্ট উল্লেখ করা রয়েছে এমনটাই।
সুতরাং, রশিদ খান-মহম্মদ নবিরা আইপিএল মাতালেও তাঁদের নিজেদের দেশের মানুষ খেলা দেখা থেকে বঞ্চত হবেন। উল্লেখ্য, চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে রয়েছেন তিনজন আফগান তারকা। দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান ছাড়াও অল-রাউন্ডার মহম্মদ নবিকেও দেখা যাবে সানরাইজার্সের জার্সিতে। উল্লেখ্য, আসন্ন টি-২০ বিশ্বকাপের আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন নবি।