নিজস্ব সংবাদদাতাঃ ফের কেরলে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সোহেল রানা(২২)। মুর্শিদাবাদের রাণীনগর খামারপাড়া এলাকার বাসিন্দা। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
পরিবার সূত্রে জানা যায়, এক মাস আগে কেরলে কাজে গিয়েছিলেন সোহেল রানা নামের ওই যুবক। সেখানেই তিরু নামক এলাকায় গত ২২ তারিখ রাত্রি ৮ টা নাগাদ রাস্তা পেরোতে গিয়েই লরির সাথে ধাক্কা লাগে তার। তার পর সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষন বাদে তার মৃত্যু হয় তার।
মৃতদেহ এখনো গ্রামে এসে পৌঁছায়নি।
বাড়ির ছোট ছেলে এভাবে ছেড়ে চলে যাওয়ায় ভেঙে পড়েছে বাড়ির অন্যান্য সদস্যরা।