মহলন্দী- ২ গ্রাম পঞ্চায়েত প্রধানের ইস্তফা, অস্থায়ীভাবে দায়িত্বে উপপ্রধান

জৈদুল সেখ, কান্দি: কান্দি থানার অন্তর্গত জীবন্তির মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গত ২৭ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণে ইস্তফা দেন। তাই পঞ্চায়েতে কাজকর্ম পরিচালনার জন্য বিডিও সাহেবের নির্দেশে উপপ্রধান আশিস কুমার মন্ডলকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত বৃহস্পতিবার পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে দায়িত্ব ভার দেওয়া হয়।

উপপ্রধান আশিষ কুমার মন্ডল দায়িত্ব ভার নিয়ে বলেন, “আগামী ২৬ তারিখ পর্যন্ত সমস্ত মেম্বারকে নিয়ে কাজ করার চেষ্টা করব এবং তার পর যিনি নতুন প্রধান হবে তার উপর দায়িত্ব তুলে দেব।”

Latest articles

Related articles