এনবিটিভি ডেস্ক: স্বামীকে ফিরে পেতে ধর্নায় বসলেন দ্বিতীয় স্ত্রী। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগর এলাকায়।
জানা গিয়েছে, ভিনরাজ্য কেরলে চারমাস আগে নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার রাজাপুর সেখপাড়া এলাকার সাবিনা বিবির সাথে বিয়ে করেন ডোমকলের মানিকনগর এলাকার যুবক রাজিবুল মন্ডল। তারপরে কেরল থেকে বাড়ি ফিরলে স্ত্রীর মর্যাদা দেননি রাজিবুল।এই অভিযোগে রাজিবুলের বাড়ির সামনে সোমাবার সন্ধ্যায় স্বামীকে ফিরে পেতে ধর্নায় বসেন রাজিবুলের কেরলে বিয়ে করা দ্বিতীয় স্ত্রী সাবিনা বিবি। সাবিনার প্রথম পক্ষের একটি সন্তান থাকা সত্তেও তাঁকে বিয়ে করেন। কিন্তু এখন অস্বীকার করায় ধর্নার পথ বেছে নিয়েছেন সাবিনা।
যদিও রাজিবুলের প্রথম পক্ষের স্ত্রী তরজুমা বিবি জানান, স্বামী যে পরে বিয়ে করেছে সেটা আমাদের অজানা।
রাজিবুলের বাবা জিল্লার রহমান মন্ডল জানান, ছেলের প্রথম পক্ষের স্ত্রী আছে। পরে যে বিয়ে করেছে কিনা জানা নেই। তবে অহেতুক ফাঁসানোর জন্য চক্রান্তও করা হতে পারে।
যদিও ঘটনার পরেই বাড়ি থেকে চম্পট দেন রাজিবুল মন্ডল। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।