ডোমকল: সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের টানটান উত্তেজনা ছিল ,সময় যত গড়তে থাকে ততই তৃণমূলের তিন প্রার্থী বিপুল সংখ্যক ভোটে এগিয়ে চলেছে।এবং দুপুর নাগাদ ভবানীপুর বিধান সভার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করা হয়।তার পরে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা জুড়ে তৃণমূল সমর্থন গণ ,আবির খেলা থেকে শুরু করে মিষ্টি মুখ ও বোম ফাটায় ডোমকল বাজারের রাস্তায় । পরে জয়লাভ করেন জঙ্গিপুর ও সামশেরগঞ্জের তৃনমূলপ্রার্থীরাও।