মো সোহাগ, রিপোর্টার।
এনবিটিভি ডেস্ক:ডিবি পুলিশ পরিচয়ে যশোরের বকচরে দুরবৃত্তরা এক যুবক ও যুবতীকে জোরপূর্বক ধরে অবৈধ ভাবে আটক করে এবং তাদের আত্বীদের নিকট বিকাশের মাধ্যমে ১ লক্ষ টাকা দাবির ঘটনা ঘটেছে৷এসময় দূরবৃত্তরা জোরপূর্বক যুবতীকে একাধিকবার ধর্ষণ করে৷একই সাথে তা ভিডিও ধারন করে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ভয় দেখাই৷
এসব অভিযোগে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে৷ওই যুবতী নয় জনকে আসামি করে একটি মামলা করেছেন৷অপরটি যুবতীর বড় ভাই শফিকুল বাদি মামলা করেন৷
অভিযুক্তদের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেফতার করেছেন ৷তারা হলো বর্তমান যশোর শহরের বকচর চৌধুরী পাড়া ডা মহবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া সৈয়দ আকরাম হোসেনের বড় জামাই সৈয়দ করিমুজ্জামান ওরফে করিম ও শহরের বকচর মসজিদ পাড়ার আশরাফ হোসেনের ছেলে জাকির হোসেন জুম্মান৷ তারা এখন পুলিশের হেফাজতে আছেন ৷