দিনের পর দিন বাড়ছে পেট্রোপণ্যের দাম, শ্রমিক নেতার নেতৃত্বে আসানসোলে বিক্ষোভ

আসানসোল: দিনের পর দিন যেভাবে জিনিসপত্রের দামের পাশাপাশি পেট্রোপণ্য বাড়ছে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে গিয়েছে। এবার সি এন জি গ্যাসের উপরে কোপ কেন্দ্রীয় সরকারের। প্রথমে দাম ছিলো ৫৭ টাকা তারপর হলো ৬১ টাকা। হঠাৎ করে কয়েক দিন আগে ৭০ টাকা ২৫ পয়সা করে দেয়। এক লাফেই ৬ টাকা বাড়িয়ে দেয় এই অপদার্থ সরকার। তাই সি এন জি গ্যাসের নিয়ে সোচ্চার হয় শ্রমিক নেতা রাজু আলুয়াওয়ালিয়া। এদিন আসানসোলের যুবলী পাম্পে বিক্ষোভ দেখায় শ্রমিক নেতার নেতৃত্বে। এই প্রসঙ্গে শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেন,কেন্দ্রীয় সরকার কিষান বিরোধী,জনগন বিরোধী এই সকল সরকারকে শিকড় থেকে তুলে ফেলতে হবে বলে জানান শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া।

Latest articles

Related articles