উজ্জ্বল দাস, পানাগড়: বাংলাদেশে হিংসার ঘটনার পাশাপাশি সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে পানাগর বাজারের চৌমাথা মোড়ে মুখে কালো কাপড় বেঁধে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানালো পানাগর নাগরিক মঞ্চের সদস্যরা।
পানাগর এর বাসিন্দা রামজি মন্ডল বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে তার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান। এছাড়াও বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে এই ধরনের ঘটনা যাতে তারা বন্ধ করে এবং সেখানকার মানুষেরা যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই দাবিও জানিয়েছেন।