এনবিটিভি ডেস্কঃ আজ করোনা মোকাবিলার নয়া ইতিহাস তৈরি করলো ভারত । ১০০ কোটি টীকা সারা ভারত জুড়ে স্বাস্থ্য কর্মীদের দ্বারা দেওয়া হয়। এই সাফল্যর সম্মান প্রদর্শনের জন্য Boeing 737 স্পাইস জেট বিমানে স্বাস্থ্য কর্মীদের সাথে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে প্রদর্শন করান হয়।
স্পাইস জেট বিমানের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং বলেন, “আমি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ম অভিনন্দন জানাচ্ছি তাঁর নেতৃতে ভারত সরকারের ১০০ কোটি মানুষের টীকা করনে অসাধারণ সাফল্যর জন্য ।২৭৯ দিনে ১ বিলিয়ন মানুষের টীকা দেওয়ার সাফল্যর শৃঙ্গ ছুঁইতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই”।