বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় : ‘জামাই’ এর ওপর ক্ষেপলেন আফ্রিদি

 

নিউজ ডেস্ক : হাসান আলীর ক্যাচ মিস এবং শাহীন শাহ আফ্রীদি খরচে বোলিং। মূলত এই দুই কারণেই এবার বিশ্বকাপের হট ফেভারিট পাকিস্তানের বিশ্বকাপে অগ্রযাত্রা থেমে গেছে। হতাশ পাকিস্তানসহ উপমহাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর থেকেই দেশটির প্রাক্তন ক্রিকেটাররা নানা রকম মন্তব্য করে চলেছেন। আর এবার সেই দলে যোগ দিয়ে নিজের জামাইয়ের ওপরে ক্ষোভ প্রকাশ করলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ খান আফ্রীদি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে তার হবু জামাইয়ের বোলিংয়ে তিনি যে একেবারেই খুশি নন তা সাম্প্রতিককালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন।

 

 

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরে পাকিস্তানি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি শাহিনের বলে খুশি নই। হাসান আলি ক্যাচ ছেড়েছে ঠিকই, তার মানে এই নয় পরের তিন বলে তুমি তিনটি ছক্কা খাবে। শাহিনের এত গতি রয়েছে। ওর উচিত ছিল বুদ্ধি করে বল করা। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার বল করতে হতো। ওর মতো বোলারের কাছে এটা আশা করা যায় না। মাথাটাই খাটাল না।’

 

অবশ্য গোটা বিশ্বকাপ জুড়ে শাহিন যে রকম বল করেছেন তার প্রশংসা শোনা গেছে হবু শ্বশুর আফ্রিদির গলায়। তিনি বলেন, ‘গোটা টুর্নামেন্ট জুড়ে শাহিন দুর্দান্ত বল করেছে। আমি শুধু ওয়াসিম আক্রাম বা মহম্মদ আমিরকে এই ধরনের বল করতে দেখেছি। আমি আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে শাহিন আরো ভালো বোলার হয়ে উঠবে।’

 

উল্লেখ্য, প্রথম ওভারে ফিঞ্চকে আউট করা শাহীনের ১৯ তম ওভারে তিন ছক্কা মারেন ম্যাথু ওয়েড। তার ফলেই ম্যাচ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যায়।

Latest articles

Related articles