এনবিটিভি ডেস্কঃ গত কয়েক দিন পূর্বে কোলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এক মন্তব্য জেরে সোচ্চার হয় বিভিন্ন মানুষ। তার বক্তব্যতে নাকি কিছু ধর্মপ্রাণ মানুষের আঘাত হানে ।যার যেরে বিভিন্ন মহলের গুঞ্জন শুনতে হয় ফিরহাদ হাকিমকে। ফলে, সেই মন্তব্যর পাল্টা আজ টুইট করে ক্ষমা চেয়ে বলেন।
টুইটে ফিরহাদ হাকিম লিখেছেন, ‘আমি সমস্ত ধর্মকে সম্মান করি। আমার কোনও কথা যদি কাউকে আঘাত করে থাকে তাহলে আমি দুঃখিত। আমি ওকথা বলতে চাইনি। আমার কথা বিকৃত করা হয়েছে।’ এর পর ফিরহাদ লেখেন, ‘আমার ধর্ম ইসলাম হল শান্তির ধর্ম। এই ধর্ম আমাকে মানবতা ও অন্য ধর্মকে সম্মান করতে শেখায়।’
উল্লেখ্য, গত সপ্তাহে বৌদ্ধদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ বলেছিলেন, ‘আজকের বিশ্বে সবাই হিংসা হানাহানি করছে। হিন্দুত্ববাদের হিংসা চলছে আর একদিকে ইসলামাবাদের হিংসা চলছে। বৌদ্ধধর্ম একমাত্র রাস্তা যার দ্বারা পৃথিবীতে শান্তি আসবে। তাই, আমাদেরও অহিংসার রাস্তায় চলতে হবে।’ মনে করা হচ্ছে এই মন্তব্যের পর চাপের মুখে বিবৃতি জারি করতে হল ফিরহাদকে। ঘোষণা করতে হল তিনি মুসলিম।