তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে চলল গুলি, আহত ২

শেখ সাদ্দাম,মালদা : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংর্ঘষ। গুলির লড়াই। গুলি বিদ্ধ দুই। মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাতলামারী এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুরত্বর আহত দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয়েছে মালদা ম্যাডিক্যালে।তাদের গুলি লেগেছে পেটে ও পিঠে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে এলাকায় নেমেছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই নামানো হয়েছে রেপিড অ্যাকশন ফোর্স এর একটি কোম্পানি। থমথমে হয়ে রয়েছে কাতলামারী এলাকা।

এলাকা সুত্রে জানা গিয়েছে, এলাকার উনসাহার ও বাসির এলাকার দুই দাপুটে তৃণমূল নেতা কাতলামারী এলাকা কার দখলে থাকবে সেই নিয়ে বেশ কিছুদিন থেকে গোলমাল করছিলেন। এদিন বিকেলে ফের এলাকার দখল নিয়ে বচসা শুরু হয়। এরপরই একে অপরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত বাসিরের দুই ছেলে গুলি বিদ্ধ হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহল। গুলি বিদ্ধদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পরে চাঁচল স্পেশালিটি হাসপাতাল থেকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।

Latest articles

Related articles