মালদা,শেখ সাদ্দাম: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তুলো তৈরির কারখানা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট শার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা ঘটে।
কারখানার কর্মী মহাবুর শেখ বলেন, “মঙ্গলবার দুপুর নাগাদ তুলো তৈরির কাজ চলছিল। হঠাৎ করে শট্ শার্কিকিট হয়ে আগুন লাগে যায়। আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পরে। নিমেষেই পুড়ে ছাই হয়ে যায় কারখানার সব কিছু। আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”
আগুনের তীব্রতা এতটাই ছিলো যে, কারখানার পাশে থাকা বাড়ির সমস্ত আসবপত্র সহ নগদ টাকা পুড়ে যায় বলে খবর। খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। অবশেষে দুটো দমকলের ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।