উজ্জ্বল দাস, আসানসোলঃ রাজ্যের অন্যান্য জায়গার সাথে পশ্চিম বর্ধমান জেলার দুই মহকুমা দফতরে শনিবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন স্যাংশন শিবিরের আয়োজন করা হয় ৷ এদিন সকাল ১১ টায় আসানসোল মহকুমা শাসকের দফতরে দেখা যায়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন স্যাংশনের শিবিরে উপস্থিত আছেন জেলার অতিরিক্ত জেলা শাসক( উন্নয়ণ) সঞ্জয় পাল , আসানসোলের মহকুমা শাসক অভিজ্ঞান পাঁজা সহ জেলার প্রশাসনের বেশ কিছু আধিকারিক ৷
এছাড়াও উপস্থিত ছিলেন এই প্রকল্পটিকে সাফল্য মণ্ডিত করতে ইউকো ব্যাঙ্কের প্রতিনিধিরা। এই দিনে প্রায় ২০০ জন কে কার্ড দেয়া হবে বলে জানা যায় !