Nbtv নিউজ ডেস্ক
মো:সৈকত আলী
র্য্যব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযান ক্যাম্পেইন ২০২০শুর হয়।ক্যাম্পেইন অভিযানে ১৪৬ বোতল ফেনসিডিলসহ মো. আহাদ আলী (১৮) নামে এক যুবক গ্রেফতার। অভিযান শেষে তারা জানান এই যুবক শীর্ষ মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃত আহাদ শিবগঞ্জ উপজেলার ১২নং পাকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের মো. আব্দুল আলিম ও মোছা. হিরা বেগমের ছেলে।
প্রেস-বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব জানতে পারে চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেকের বাড়ীর দক্ষিন পাশে উজিরপুর হতে দুর্লভপুর গামী ৬ নং বাঁধ পাঁকা রাস্তায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।
গোপন সংবাদের পর রোববার (দিবাগত রাত) ১৫ জুন সোমবার সোয়া ১২ টার দিকে দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসয়ী আহাদকে গ্রেপ্তার করা হয়।