এনবিটিভি ডেস্কঃ গত ৭ নভেম্বর ভাঙড়ে পুলিশের উপর আক্রমনের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁদের। রাখা হয় বারুইপুর সেন্ট্রাল জেলে। বুধবার জেল থেকে ছেড়ে দেওয়া হল ওই ২৫ জন আইএসএফ কর্মীকে।
উল্লেখ্য, ৭ নভেম্বর ভাঙড়ের ভোজেরহাট মাঠে এক ধর্মীয় সভার আয়োজন করে আব্বাস সিদ্দিকীর অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাতুল জামাত । ওই মাঠে একইদিনে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করার কথা ঘোষণা করে তৃণমূলও। এই নিয়েই ঘটনার সূত্রপাত। ধর্মীয় সভায় আব্বাস সিদ্দিকীকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরে রাস্তাতেই সভা করেন তিনি। তারপরও সভায় কাদানে গ্যাস ও ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই। রণক্ষেত্র চেহারা নেয় পুরো এলাকা। তারপর আইএসএফ কর্মীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও হামলার অভিযোগ তুলে বেশ কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
বুধবার ওই অভিযুক্তদের জেল থেকে ছেড়ে দেওয়া হল। জেল থেকে বেরিয়েই ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় তাঁদের। জেল থেকে মুক্তি পেয়ে খুশির মধ্যেও নিজেদের নির্দোষ দাবি করেন ওই আইএসএফ কর্মীরা।