“জনাব নয়, শ্রী বলুন”, অনুষ্ঠানে সঞ্চালকের ভুল শুধরে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

এনবিটিভি ডেস্কঃজনাব নয়, শ্রী বলুন। বাংলায় কথা বললে মানানসই ভাবেই সম্বোধনটা করুন।বুধবার কসবায় বাস উদ্বোধনের মঞ্চে এভাবেই অনুষ্ঠানের সঞ্চালকের ভুলশুধরে দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম যিনি ববি হাকিম নামেও পরিচিত কলকাতায়। কসবায় এদিন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের দূরপাল্লার ভলভো বাসের উদ্বোধনের অনুষ্ঠান ছিল।

 

সেখানে বক্তব্য রাখার জন্য ফিরহাদের নাম ঘোষণার সময় তাঁকে জনাববলে সম্বোধন করেন মঞ্চের সঞ্চালক। পরিবহণমন্ত্রী সঙ্গে সঙ্গে সঞ্চালককে বলেন, ‘আপনি সংশোধন করুন, যদি বাংলায় কথা বলেন, তখন শ্রী, উর্দুতে কথা বললে তখন জনাব, যখন ইংরেজিতে কথা বলবেন তখন মিস্টার। ধর্মের সাথে ভাষার কোন সম্পর্ক নেই।পরে মন্ত্রী আরও সংযোজন করে বলেন,বাংলাদেশে জনাব বলে এই কারণে যেহেতু সেখানে অনেকদিন পাকিস্তানী শাসন ছিল, তাই তাঁরা প্রভাবিত হয়ে গিয়েছিল। সেই জন্য জনাব, পানি এসব বলে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ইনফ্লুয়েন্সড হয়নি।

Latest articles

Related articles