ডাইনি প্রথাকে সমাপ্ত সহ ৫ দফা দাবিতে কন্যাপুরে ডিএম অফিসে স্মারকলিপি দিল আদিবাসী সেঙ্গেল অভিযান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211125_165348

উজ্জ্বল দাস, আসানসোলঃ ডাইনি প্রথাকে সমাপ্ত সহ ৫ দফা দাবিতে আসানসোলের কন্যাপুরে জেলাশাসকের অফিসে স্মারকলিপি প্রদান করলো আদিবাসী সেঙ্গেল অভিযান। বৃহস্পতিবার আদিবাসী সেঙ্গেল অভিযানের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

আদিবাসী সেঙ্গেল অভিযানের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যরা বলেন যে, আদিবাসী গ্রামে ডাইনি প্রথার নামে হিংসা, হত্যা ও প্রতারণা চলছে তা সমাপ্ত করতে হবে। আদিবাসী স্বশাসন প্রধানদের দায়িত্ব গঠন হোক, ডাইনি প্রথা নিবারণের জন্য সমন্বয় বৈঠক করতে হবে, আদিবাসী গ্রাম সমাজে সংস্কার করা সহ ৫ দফা দাবিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর পাশাপাশি এর প্রতিলিপি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিসে এবং আসানসোলের মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর