নাটোরের লালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শিমুল আলী,
স্টাফ রিপোর্টার ( নাটোর) : বজ্রপাতে নাটোরের লালপুরে আজ সোমবার (১৫ জুন) দুপুরে ২ জন ব্যক্তি মৃত্যুবরন করেছেন বলে জানা গেছে। মৃত দের একজন লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের বাকের আলী ও অপরজন বেরিলাবাড়ী গ্রামের সাইদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহরকয়া গ্রামের মৃত হারান মালিথার ছেলে বাকের আলী (৫৫) পদ্মা নদীর চর থেকে কৃষি কাজ করে বাড়ী ফেরার পথে দিয়াড় সংকর পুর নামক স্থানে বজ্রপাতে আহত হয়। আহতাবস্থায় লালপুর উপজেলা হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এছাড়া লালপুরের পুরাতন ঈশ্বরদী এলাকায় কৃষি কাজ করার ফেরার সময় বজ্রপাতে সাইদুল ইসলামের (৩৫) মৃত্যু হয়। মৃত সাইদুল লালপুর উপজেলার বেরিলাবাড়ী গ্রামের খোদাবক্সের ছেলে। সে আরামবাড়িয়া শেখের চরে শ্বশুর বাড়িতে থাকতেন।

Latest articles

Related articles