গাইবান্ধায় রেড জোন ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_195004465096265

শাওন শান
গাইবান্ধা

করোনা ভাইরাস কোভিড-১৯ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটি’র সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলার অত্যাধিক করোনা শনাক্ত এলাকা লকডাউন ঘোষণা হয়েছে।১৪ জুন রবিবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের স্বাক্ষরীত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে উল্লেখ্য করা হয়েছে, ১৫ জুন সোমবার সকাল ৬টা থেকে অধিক সংক্রমিত এলাকাগুলো লকডাউন কার্যকর হবে।এ কার্যকর আদেশ ২৮জুন পর্যন্ত বহাল থাকবে।অধিক সংক্রমিত এলাকাগুলোকে রেড জোন হিসেবে উল্লেখ্য করা হয়েছে।
রেডজোনগুলো হল:-পৌরসভার ৬ নং ওয়ার্ড,৭ নং ওয়ার্ডের ঘোষপাড়া ও প্রগতি পাড়া এবং ৮ নং ওয়ার্ডের পান্থা পাড়া ও গোরস্থান ৫ নং ওয়ার্ডের হীড়কপাড়া,প্রধানপাড়া সাপমারা ইউনিয়নের কামারপাড়া,চকরহিমারপুর,মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল এবং কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী এসকল এলাকা রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ এলাকাগুলোতে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে।এ এলাকাগুলো হতে কেউ বাহিরে যেতে পারবে না এবং বাহিরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না ৷
এছাড়াও পৌর শহরের সকল বিপনীবিতান, শপিংমল, বাজার ও অন্যান্য দোকান বন্ধ থাকবে, পৌর শহরে জরুরি সার্ভিস ব্যাতীত সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে ঔষধ, কাঁচামাল ও মুদি দোকান কৃষি পণ্য কীটনাশক ও সারের দোকান গৃহিত লক ডাউনের আওতামুক্ত থাকবে।রংপুর-ঢাকা মহাসড়ক, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক, গোবিন্দগঞ্জ-মহিমাগন্জ-সাঘাটা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর