ডোমকলঃ সেফ ড্রাইভ, সেভ লাইফ উৎযাপন হল মুর্শিদাবাদের ডোমকলে। বুধবার সকাল সাড়ে আটটায় এসডিও মোড়ে এই সচেতনমূলক প্রচারাভিযানের শুভ সূচনা করেন ডোমকল এসডিও রাজীব কুমার মন্ডল ও ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী।
উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী শাওনী সিংহ রায়, ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম ও জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক, ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচী সহ কয়েকজন আধিকারিক।
এদিন শুভ সূচনার অংশ হিসেবে পঁচিশটি বাইকের একটি মিছিল ডোমকল থেকে বহরমপুর যাবে বলে জানা গিয়েছে।