পশ্চিম বর্ধমান আসানসোলে চিত্রা মোড় থেকে পুলিশ লাইন দিয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ বিষয়ে সচেতন রালি অনুষ্ঠিত হলো _

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-12-01 at 1.45.26 PM

এনবিটিভি ডেস্কঃ সেভ ড্রাইভ, সেভ লাইফকে সামনে রেখে মানুষকে সচেতন করতে আসানসোলের চিত্রা মোড় উনথেকে পুলিশ লাইন দিয়ে রালি অনুষ্ঠিত হলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই রালি করা হয়েছে।

বুধবার চিত্রা মোড়ে এই রালির শুভ সূচনা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। এই রালির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেফ ড্রাইভ, সেভ লাইফকে সামনে রেখে সাধারন মানুষদের ট্রাফিক নিয়মে বিষয়টি সচেতন করা হয়েছে। সকলকেই ট্রাফিক নিয়ম মেনে চলা এবং হেলমেট ও সিট বেল্ট বেঁধে গাড়ি চালানোর আবেদনও জানানো হয়েছে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম বলেন, পয়লা ডিসেম্বর থেকে 31 শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে মানুষদের সচেতন করা হবে।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর