এনবিটিভি ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বড়বাবু সমরেশ ঘোষ ও পুলিশকর্মীদের উদ্যোগে সেফ ড্রাইভ, সেভ লাইফ দিবস উৎযাপন করা হল বুধবার। জীবনতলা বাজারে এই সচেতনমূলক প্রচার করা হয়।
অনুষ্ঠানে জীবনতলা থানার বড়বাবু-সহ পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন। পথচলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে, ফুল দিয়ে ও হেলমেট পরিয়ে উৎসাহ দিতে দেখা যায় এদিন।
হেলমেটের গুরুত্ব বোঝাতে পথচলতি মানুষকেই বলতে অনুরোধ করেন সমরেশ বাবু। মাইকে এই সচেতনমূলক বার্তাও দিতে দেখা যায় কয়েকজনকে।
এই প্রসঙ্গে জীবনতলা থানার বড়বাবু সমরেশ ঘোষ জানান, দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু এই এলাকা নয়, সকল মানুষকে এই সচেতনমূলক বার্তা দেওয়া হচ্ছে।