এনবিটিভি ডেস্কঃ রবিবার সাত সকালে বাঁশবাগানে যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে । ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার হুড়সি অঞ্চলের টিকটিকিপাড়ায় । মৃতের নাম রাকেশ মোল্লা,মৃতের বয়স প্রায় ১৮ বছর।মৃতের পিতার নাম সহাজামাল মোল্লা ।
প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বের হয়ে যায় রাকেশ মোল্লা। রাতে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন । অতঃপর সকাল হতেই বাঁশবাগানে রাকেশ মোল্লার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক প্রতিবেশী । খবর পেয়ে বেকিবাগান ক্যাম্পের পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান।
উক্ত ঘটনাকে অনেকেই মার্ডার বলে মনে করছেন। কারণ, রাকেশ মোল্লা জুয়া খেলত আর হয়তো অনেক টাকা একসঙ্গে জিতে নিয়েছিল যার ফলে কেউ রাকেশ মোল্লাকে মেরে বাঁশবাগানে ঝুলিয়ে দিয়েছে বলেও মনে করছে স্থানীয় লোকেরা।
রাকেশ মোল্লার পরিবারের লোকেরা জানান, “ছেলের কোনো শত্রু ছিলনা, আর ছেলে আত্মহত্যাও করেনি।”