কলকাতা পুরভোটে তৃণমূলের জয়লাভ, সবুজ আবিরে বিজয় মিছিল উৎসব পালন হল আসানসোলে

এনবিটিভি,পশ্চিম বর্ধমান: কলকাতা পুরভোটে তৃণমূলের জয়লাভের পর আসানসোলের রবীন্দ্রভবন থেকে তৃণমূল বঙ্গ জননীর উদ্যোগে বিজয় মিছিল একটি বিজয় মিছিল করা হয়। মঙ্গলবার এই বিজয় মিছিল করা হয়।

প্রসঙ্গত, এদিনকলকাতা পুরভোটে তৃণমূল জয়লাভ করেছে। এই জয়লাভের পর আসানসোলের রবীন্দ্রভবনের সামনে তৃণমূলের বঙ্গ জননীর উদ্যোগে আবির খেলে ও মিস্টি মুখ করিয়ে বিজয় মিছিল করেন দলীয় কর্মী ও সমর্থক রা। এই বিজয় মিছিল রবীন্দ্রভবন থেকে শুরু করে সারা শহর পরিক্রমা করার পর রবীন্দ্রভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।

এদিনের বিজয় মিছিলে বঙ্গ জননীর পশ্চিম বর্ধমান জেলার সভানেত্রী আলপনা ব্যানার্জি সহ সহ অন্যান্য নেত্রীরা উপস্থিত ছিলেন।এই প্রসঙ্গে তৃণমূলের বঙ্গ জননীর পশ্চিম বর্ধমান জেলার সভানেত্রী আলপনা ব্যানার্জি বলেন, “কলকাতা পুরভোটে বঙ্গ জননীর রাজ্য সভানেত্রী মালা সহ তৃণমূল জয়লাভ করেছে। তাই এদিন এই বিজয় মিছিল করা হয়।

Latest articles

Related articles