এনবিটিভি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানানোর এক মাসের মধ্যেই মঙ্গলবার বসিরহাট থেকে দীঘাগামী বাস রুটের শুভ উদ্বোধন হল। খুশি বসিরহাটের মানুষরা। বিধায়ক ডঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক তৎপরতায় বসিরহাটের গণমানুষের চাহিদা মতই আজ টাকি (বসিরহাট) – দীঘা ভায়া বারাসাত, ডানলপ দূরপাল্লার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা’র নতুন বাস পরিষেবার শুভ উদ্বোধন হল।
জানা গেছে প্রত্যহ বাস ছাড়ার সময় : টাকি থেকে সকাল ৬ টা, দীঘা থেকে বেলা ১২ টা ৩০ মিঃ। এদিন এই বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন ১২৪ বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিকিৎসক-বিধায়ক ডঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডাইরেক্টর জনাব এ টি এম আবদুল্লাহ (রনি), ১২৫ বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সাহানুর মন্ডল সহ আরও অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ।
সর্বশেষে বলাই বাহুল্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেওয়া প্রতিশ্রুতি দেওয়ার পর বসিরহাটের মানুষ তা পাওয়ায় খুশির জোয়ারে ভাসছেন।