এনবিটিভি, জলঙ্গি : বাড়ি বাড়ি গিয়ে গাঁজা গাছ কেটে ও তা পুড়িয়ে নষ্ট করলেন জলঙ্গী থানার পুলিশ। আজ সকালে জলঙ্গী থানা এলাকার ঘোষপাড়া ও সাদিখারদিয়াড় গ্রামে গিয়ে বেশ কিছু বাড়িতে হানা দিয়ে গাঁজা গাছ গুলি নিধন করে। কেউবা বাড়ির মধ্যে, কেউবা বাড়ির পিছনে অবৈধ ভাবে গাঁজার চাষ করছেন বলে খবর ছিল জলঙ্গী পুলিশের কাছে। আর সেই সূত্র ধরেই এদিন বাড়ি বাড়ি গিয়ে গাঁজার গাছ নষ্ট করেন পুলিশবাহিনী।
প্রশাসন মারফত খবর,পরবর্তীতে আরও অভিযান চালিয়ে আরও অবৈধ গাঁজা চাষ নষ্ট করা হবে।