পাঞ্জাবের লুধিয়ানায় এক জেলা আদালতের অভ্যন্তরে বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে এই বিস্ফোরণ।
বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে লুধিয়ানা জেলা আদালতের চার তলায়। বিস্ফোরণের পরপরই লুধিয়ানা জেলা পুলিশ ও স্থানীয় থানার বম্ব স্কোয়াড পৌঁছে যায় ঘটনাস্থলে। বিস্ফোরণের সময় আদালতের কার্যক্রম চলছিলো বলে জানা যায়।
লুধিয়ানা শহরের কেন্দ্রে জেলা কমিশনারের দফতরের পাশে অবস্থিত এই আদালত ভবন পুলিশ ঘেরাও করে রেখেছে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।