জৈদুল সেখ, এনবিটিভি, বহরমপুর : মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একাধিক বিষয় নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন। এদিন সাংবাদিক বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল ও বিজেপিকে একই সাথে নিশানা করে। অধীর বাবু এদিন কটাক্ষের সুরে বিজেপিকে কালীপুজোর তুবরির বোমের সঙ্গে তুলনা করে। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতি নিয়ে সরব হন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে বেইমানি করছেন।
এদিন মুর্শিদাবাদের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী বলেন যদি আসন্ন পৌর নির্বাচনে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়। তাহলে নিশ্চিত মুর্শিদাবাদের সাতটি পৌরসভাতে কংগ্রেস জয়লাভ করবে। শুধু তাই নয় বাংলা বিভিন্ন পৌরসভাতেও কংগ্রেস বোর্ড গঠন করতে সক্ষম হবে। বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন কংগ্রেস শেষ হল কিনা সেটা দেখার দায়িত্ব বিজেপির নয় ।সেটা আমরা বুঝব বিজেপি নিজেদের সামলাক। সব মিলিয়ে তৃণমূল ও বিজেপিকে এক যোগে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।