অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের ব্যবস্থাপনায় ছাত্র যুব সেমিনার অনুষ্ঠিত হল সাগরদীঘিতে

এনবিটিভি, মুর্শিদাবাদ : আজ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের রতনপুর মোড় ঈদগাহ ময়দানে উক্ত সংগঠনের সাগরদিঘী ব্লক কমিটির ব্যবস্থাপনায় ছাত্র-যুব সেমিনার অনুষ্ঠিত হল। বর্তমান ছাত্র-যুব সম্প্রদায় মোবাইলের অপব্যবহার করে পাবজি, ফ্রী ফায়ার সহ অশ্লীল বিনোদনে যৌবনের মূল্যবান সময় নষ্ট সহ বিভিন্ন নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়ছে। সেইসাথে ধর্মীয় অনুশীলন বিশেষ করে নামাজের মত অন্যতম এবাদত বিমুখ হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল ছাত্র-ছাত্রী যুবক-যুবতীদের মধ্যে ধর্মীয় চেতনা ও সামাজিক দায়িত্ব কর্তব্য জাগ্রত করার লক্ষ্যে সারাদেশব্যাপী ছাত্র-যুবদের নিয়ে এমন সভার আয়োজন করে চলেছে।

আজকের সেমিনারে অন্য এলাকার কয়েক শত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।
বেশকিছু প্রবীণ অভিভাবক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ছাত্র যুব সম্প্রদায়ের পড়াশোনায় উদাসীনতা সহ, যুব সম্প্রদায়ের অবক্ষয় রুখতে, এমন সভা প্রতিটি ব্লক, অঞ্চল সহ প্রতিটি গ্রামে করা প্রয়োজন বলে এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন।

আজকের সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল এর উত্তরবঙ্গ কমিটির সভাপতি মাওলানা আব্দুত তাওয়াব, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি ডক্টর মিনারুল সেখ, ও হাফেজ ক্বারী সফিউর রহমান। সাগরদিঘী ব্লক কমিটির মাওলানা ইমতিয়াজ আলী, একলাল শেখ, মনিবুর রহমান।

Latest articles

Related articles