দুইবারের জয়ী তৃণমূল কাউন্সলারকে এই বার প্রার্থী তালিকাতে নাম বাদ! কর্মী সমর্থকদের ক্ষোভ

এনবিটিভি, আসানসোল : গতকাল বৃরহস্পতিবার তৃণমূল কংগ্রেস থেকে আসানসোল পৌরনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর এইবার প্রার্থী তালিকাতে নাম বাদ পড়েছে আসানসোল পৌরনিগমের ৫৯ নম্বর ওয়ার্ডের দুইবারের জয়ী কাউন্সিলার মীর হাসিম এর নাম। আর তাই ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীসর্মথকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কর্মী সমার্থকদের দামি যে মীর হাসিম কাউন্সিলার হিসাবে এলাকায় ভালো  উন্নয়নের কাজ করেছে কিন্তু তাকে এইবার কেন প্রার্থী করা হল না।

তাই এরকম হলে মির হাসিমকে নির্দল থেকে পৌরভোটে দাঁড়করানোর সিদ্ধান্ত কর্মীসমার্থক দের। এই বিষয়ে মীর হাসিমের বক্তব্য যে আমি দলের খারাপ সময় থেকে দলে আছি আর প্রার্থীর ব্যাপার দলের সিদ্ধান্ত। কারণ আমি কখনও দলবিরোধী কাজ করিনি। আর ওয়ার্ডের মানুষ চাই যে দলের থেকে প্রার্থী না করলে নির্দল থেকে ভোটে দাঁড়ানোর কথা। আমি ওয়ার্ডের মানুষ কর্মী সমর্থকদের উপরে তারা যা বলবে সেই হিসাবে আগামী পৌরনির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবো।

Latest articles

Related articles