জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: বছরের শুরুতেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল। উল্লেখ্য রাজ্যজুড়ে পথ দুর্ঘটনা কমাতে ২০১৬ সালে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনের উদ্যোগ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার, নতুন বছরের শুরুতেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বংশীহারী থানার পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে শহরজুড়ে একটি সচেতনতামূলক বাইক ও সাইকেল রেলি করা হয়, যা সারা শহর পরিক্রমা করে।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, ডিএসপি ট্রাফিক বিল্লা মঙ্গল সাহা, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, হরিরামপুর থানার ওসি জয়ৎপল বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। এইদিন নীল-সাদা বেলুন এবং পায়রা উড়িয়ে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড চত্বরে একাধিক পথ সচেতনতার বার্তা দেন প্রশাসনিক আধিকারিকরা।