এনবিটিভি ডেস্কঃ সোমবার ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন। এদিন কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ভাস্কর মজুমদারের এজলাসে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই আত্মসমর্পণ।
উল্লেখ্য, ভরতপুর ব্লক অফিস মোড়ের দলীয় কার্যালয়ের একটি বৈঠকে থানার ওসি রাজু মুখোপাধ্যায়কে বদলির হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এরপরেই ২৬ ডিসেম্বর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ওসি একটি স্বতঃপ্রণোদিত মামলা করেন। আর সেই মামলার জেরেই বিধায়কের এই আত্মসমর্পণ।
প্রসঙ্গত, ২৬শে ডিসেম্বরের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, “তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ওসি রাজু মুখার্জির উদ্দেশে বলেন, ‘ওসি থাকার ইচ্ছা থাকলে দালালি বন্ধ করতে হবে। আর তা না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে বাধ্য করাব এখান থেকে তল্পি গোটাতে।”
এই মন্তব্যের কারণে বিধায়কের বিরুদ্ধে একাধিক জামিনযোগ্য ও জামিন-অযোগ্য ধারায় ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায় মামলা দায়ের করেন। এই মামলাতেই জামিনের জন্য এদিন কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির।
আদালত সূত্রে জানা গিয়েছে যে, এদিন ১০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন নিলেন বিধায়ক হুমায়ুন কবির। এই মামলার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরের চলতি বছরের আগামী ৩১ শে মার্চে পরবর্তী শুনানি রয়েছে।