এনবিটিভি ডেস্কঃ রাজ্য তথা দেশে প্রথমে প্রাপ্ত বয়স্কদের কোভিড টিকা প্রদানের পর এবার ১৫ থকে ১৮ বছর বয়সীদের সোমবার সকাল থেকে টিকা প্রদানের কাজ শুরু হয়েছে। সোমবার দেশের বিভিন্ন প্রান্তে ১৫ থকে ১৮ বছর বয়সীদের টিকা নিতে দেখা গেছে। এদিন সকালে ১৫ থকে ১৮ বছর বয়সীরা উৎফুল্লর সাথে করোনা টিকা নিতে দেখা গেলো মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়।
রাজ্যে করোনা সংক্রমণের হার দিনের পর দিন ঊর্ধ্বমুখী। এবার ১৫ থেকে ১৮ বছরের ছেলে মেয়েদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়। টিকা প্রদানের কাজ চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পা লাল মহেশরী স্কুলে অনুষ্ঠিত হয়। এদিন ভ্যাকসিন পেয়ে আনন্দিত ছাত্র ছাত্রীরা।
উল্লেখ্য, রাজ্যে করোনার পর ওমিক্রনের হানায় আতঙ্কে সাধারণ মানুষ। সেইদিকে নজর রেখেই পুলিশ প্রশাসন যথেষ্ঠ সহযোগিতা করছেন ভ্যাকসিন নিতে। প্রশাসন, ডাক্তার, মাস্টার সকলেই ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে মানুষকে সজাগ করতে এগিয়ে আসছেন।
উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণের হার দিন দিন লাফিয়ে বাড়ছে। অন্যদিকে ওমিক্রনের আতঙ্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর। করোনা সংক্রমণের হার কমানের লক্ষ্য রাজ্যে করোনা বিধি নিষেধ নিয়ম কড়াকড়ি কার্যকর করেছে সোমবার থেকে। সঙ্গে রাজ্যে একাধিক নিয়ম জারিও করেছে।