এনবিটিভি, বর্ধমানঃ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। মঙ্গলবার সকালে পানাগর থেকে বর্ধমান যাওয়ার পথে বুদবুদের ধরলা মোড়ের কাছে দু নম্বর জাতীয় সড়কের ওপর একটি বেসরকারি যাত্রীবাহী বাস ভুল রুট ধরে বর্ধমান যাওয়ার সময় দুর্গাপুর গামী একটি কনটেইনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত হয় প্রায় ২০জন বাসের যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। স্থানীয়দের অভিযোগ বাসটি ভুল রুট ধরে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনায় কেউ মারা যায়নি।
দুর্ঘটনার জন্য দুর্গাপুর গামী দু নম্বর জাতীয় সড়কের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস কোনটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।