জৈদুল সেখ, কান্দিঃ বুধবার কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের কোভিড ভ্যাকসিন শিবির পরিদর্শনে এলেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদকুমার দ্বিবেদী।এদিন উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৫০০ জন পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হলো।
উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণ দিন দিন লাফিয়ে বাড়ছে। সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষ ভাবে টিকা করন প্রক্রিয়া করনে নজর দিয়েছে। প্রাপ্ত বয়স্কদের পরেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা করনে বেশ তৎপররাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মতাবেক এদিন কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা করন সম্পন্ন হয়।
বুধবার কান্দি পৌরসভার তত্ত্বাবধানে কান্দির উচ্চ বালিকা বিদ্যালয় মডেল ভ্যাকসিনেশনের সেন্টারদর্শন করতে আসেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদকুমার দ্বিবেদী ও কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা।
এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিরঞ্জন মন্ডল, কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী, কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবল দাস, কান্দি মহাকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।