মালদা আদালতে সাজা ঘোষণার আগেই পলাতক বাংলাদেশী আসামী

এনবিটিভি, মালদা: সাজা ঘোষণা হওয়ার আগেই শৌচালয় যাওয়ার নাম করে জানালা টপকে পালালো এক বাংলাদেশি আসামি। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলা আদালত চত্বরে। জানা যায় গত বছরে ২৩শে ডিসেম্বরে একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল ওই বাংলাদেশিকে‌। নাম তারিক শেখ। বেশ কয়েকটি ধারাই মামলা রুজু করা হয়েছিল।

 বৃহস্পতিবার ওই আসামির সাজা ঘোষণা ছিল। কিন্তু তার আগেই শৌচালয়ের নাম করে জানালা ভেঙে আদালত চত্বর থেকে পালিয়ে যায় ওই আসামি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে কোট চত্বর থেকে আসামী পালানোর খোঁজ শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

Latest articles

Related articles