বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পাওয়াতে অনশন মঞ্চ তুলে নিল নিরাপত্তারক্ষীরা

এনবিটিভি, নদীয়াঃ  তিন মাস বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে অবশেষে চারদিন পর অনশন মঞ্চ থেকে বিক্ষোভ তুলে নিল নদীয়ার কৃষ্ণনগর হাসপাতালে নিরাপত্তারক্ষীরা। উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্য দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন নদীয়ার কৃষ্ণনগর সদর এবং শক্তিনগর জেলা হাসপাতালে নিরাপত্তারক্ষীরা। তাদের দাবি দীর্ঘ আট মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে।

 একাধিকবার হাসপাতালে সুপারকে এই বিষয়ে লিখিতভাবে জানানো হলেও কোনো সুরাহা হয় নি। এমনকি বেতনের দাবি নিয়ে তারা জেলাশাসক এবং নদীয়া জেলা স্বাস্থ্য দপ্তরে লিখিতভাবে জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অবশেষে তারা চার দিন আগে নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তার পাশাপাশি হাসপাতালে পাশেই একটি অনশন মঞ্চ বেঁধে সেখানে প্রতিবাদ জানাতে থাকে নিরাপত্তা রক্ষীরা। অবশেষে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তিন মাস বেতন পরিশোধের আশ্বাস পেলে তারা বিক্ষোভ তুলে নেয়।

অনশনকারী এক নিরাপত্তারক্ষী বলেন, যেহেতু কভিদ পরিস্থিতি চলছে এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে যাতে আমরা অনশন তুলে নিই। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের থেকে তিন মাসের বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়ার কারণেই আমরা আপাতত বিক্ষোভ তুলে নিচ্ছি। যদি প্রতিমাসে আমাদের বেতন সঠিকভাবে না দেওয়া হয় সেইসঙ্গে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া না হয় আগামী দিনে আমরা আবারও আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন।

Latest articles

Related articles