হরিদ্বার ধর্মসংসদে মুসলিম বিরোধী বক্তৃতায় গ্রেফতার জিতেন্দ্র ত্যাগী ওরফে ওয়াসিম রেজভি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

গ্রেফতার জিতেন্দ্র ত্যাগী  
(ওয়াসিম রেজভি)।
গ্রেফতার জিতেন্দ্র ত্যাগী (ওয়াসিম রেজভি)।

এনবিটিভি ডেস্কঃ ধর্ম সংসদের জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী (ওয়াসিম রিজভি) হরিদ্বারে মুসলিম বিরোধী গণহত্যার বক্তৃতা মামলায় বৃহস্পতিবার উত্তরাখণ্ড পুলিশ গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, উত্তরাখণ্ড পুলিশ গত বছর ২৩ ডিসেম্বর জিতেন্দ্র ত্যাগী এবং অন্যদের বিরুদ্ধে হরিদ্বার অনুষ্ঠানে তার “ঘৃণাত্মক বক্তৃতার” জন্য একটি মামলা দায়ের করেছে। সেই মামলার জেরে বৃহস্পতিবার গ্রেফতার করেছে উত্তরাখণ্ড পুলিশ।

উত্তরাখণ্ড পুলিশ একটি টুইটে জানিয়েছে, “একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দিয়ে ঘৃণা ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তা বিবেচনা করে ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগী এবং অন্যদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর