চলতি বছরের জন্য ‘জি-৭৭ ও চীন’ জোটের সভাপতি নির্বাচিত হয়েছে পাকিস্তান। গতবার সভাপতিত্ব করেছিলেন গিনি। শুক্রবার এক আনলাইন অনুষ্ঠানে বিদায়ী সভাপতি দেশ গিনি পাকিস্তানের হাতে দায়িত্ব হস্তান্তর করে।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘে নিযুক্ত চীনের অস্থায়ী প্রতিনিধি চাং চুন এতে অংশগ্রহণ করেন।
চীনের অস্থায়ী প্রতিনিধি চাং চুন বলেন, বৈশ্বিক মহামারীর পরিবর্তনশীল পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার অনেক কঠিন হয়ে পড়েছে। তাই ‘জি-৭৭ ও চীন’ জোটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ হয়ে ওঠেছে।