মালদা জেলার মোথাবাড়িতে স্বাড়ম্বরে পালিত নেতাজি সুভাষচন্দ্র বোসের 126 তম জন্মদিন

এদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের 126 তম জন্মদিনে প্রথম এলাকার ও লক্ষ্মীপুর হাইস্কুলে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। নেতাজীর জন্মদিন উপলক্ষ্যে সেখানে একটি কর্মসূচির আয়োজন করা হয়, এই কর্মসূচিতে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক অঞ্চল নেতৃত্বরাও।

এদিন দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, করোনা মহামারীকে মাথায় রেখে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্কও বিলি করা হয়।

এর পাশাপশি এদিন কালিয়াচক 2 নম্বর ব্লকের ব্লক চত্বরে সুকান্ত ভবনে ও নেতাজি সুভাষচন্দ্র বোস এর জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগদান করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সুকান্ত ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সুভাষচন্দ্র বোস এর জীবন কাহিনী নিয়ে বক্তব্য রাখেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও রমাল সিং বিরোদি সহ মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী।

Latest articles

Related articles