মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হসপিটালে গভীর রাতে ভাঙচুর ১০ টি অ্যাম্বুলেন্স

এনবিটিভি, মুর্শিদাবাদ:  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হসপিটালে গভীর রাতে ১০ টি অ্যাম্বুলেন্স ভাঙচুর ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গতকালব রবিবার রাত ১১:৩০ নাগাদ হসপিটাল চত্বরে দাড়িয়ে থাকা পরপর ১০২ অ্যাম্বুলেন্স ভাঙার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরূদ্ধে।

 অ্যাম্বুলেন্স চালকদের দাবী তারা রাত ১১:৩০ সময় এসে দেখতে পান ১০২ এর ১০ টি অ্যাম্বুল্যালেন্সের কাঁচ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর তারা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ও হসপিটাল এর এমএসডিপি কুমার বেরা কে জানান। এরপর বহরমপুর থানায় খবর দিলে পুলিশ এসে তদন্তের শুরু করে।

কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয় , তবে ১০২ অ্যাম্বুল্যান্স চালকদের অভিযোগ কিছুদিন আগে মাতৃযান প্রকল্পের অ্যাম্বুল্যান্স চালকদের সাথে তাদের বিবাদ হয়। তারা এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে অভিযোগ করছে ১০২ অ্যাম্বুল্যালেন্সের চালকরা। ঘাটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১০২ চালকদের মধ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles